পঞ্চকুলা (হরিয়ানা): ৪০০ ভক্তকে খোজা করে দেওয়া অর্থাত তাদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় জামিন গুরমিত রাম রহিম সিংহের। ডেরা সাচ্চা সৌদা প্রধান দুটি ধর্ষণ মামলায় ২০ বছরের জেল খাটছেন। গত বছর আগস্ট তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেয় পঞ্চকুলার আদালত। ফলে এক মামলায় জামিন মিললেও জেল থেকে বেরতে পারছেন না তিনি।
এ বছর আগস্টে ভক্তদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার মামলায় পঞ্চকুলার এক আদালত রাম রহিমের জামিনের আবেদন বাতিল করে দিয়েছিল। তারপর তিনি আদালতের সেই নির্দেশ চ্যালেঞ্জ করেন বিশেষ সিবিআই বিচারকের কাছে, যাতে আজ সম্মতি মিলেছে।
রাম রহিমের বিরুদ্ধে আগে বিপজ্জনক অস্ত্রশস্ত্র বা কায়দায় ইচ্ছা করে মারাত্মক আঘাত করা, প্রতারণা ও ফৌজদারি ভীতিপ্রদর্শন সমেত নানা অভিযোগে চার্জ গঠন করেছিল পঞ্চকুলার সিবিআই আদালত। পাশাপাশি ফৌজচারি ষড়যন্ত্রের অভিযোগেও মামলা হয় ৫১ বছর বয়সি ডেরা প্রধান ও আরও দুজনের বিরুদ্ধে। চলতি বছরেই সিবিআই তাঁর ও দুজন ডাক্তারের বিরুদ্ধে জোর করে ৪০০ অনুগামীকে খোজা করে দেওয়ার অভিযোগে চার্জশিট পেশ করে। অভিযোগ উঠেছিল, সিরসার ডেরায় রামরহিমের ভক্তদের এই বলে নির্বীযকরণ করা হয়েছিল যে ডেরা প্রধানের মাধ্যমেই তাদের ঈশ্বরপ্রাপ্তি হবে। পঞ্চকুলার বিশেষ আদালতে পেশ হয় চার্জশিট। এক ডেরা অনুগামীর আর্জির ভিত্তিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মামলার ভার তুলে দেয় সিবিআইয়ের হাতে।