নয়াদিল্লি:  দিল্লির পাঁচতারা হোটেলের যে কক্ষে ২০১৪-তে কংগ্রেস নেতা শশী তারুরের স্ত্রী সুনন্দা পুস্করকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই কক্ষটি এতদিন ধরে সিল করা ছিল। ওই কক্ষের সিল খুলে দেওয়ার নির্দেশ দিল দিল্লির একটি আদালত।

হোটেল কর্তৃপক্ষের আর্জির ভিত্তিতে এই নির্দেশ দিলেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা।

হোটেল কর্তৃপক্ষের দাবি, ওই কক্ষের ভাড়া দৈনিক ৫৫ থেকে ৬১ হাজার টাকা। গত তিন বছরে এটি সিল থাকায় তাদের ৫০ লক্ষ টাকার বেশি লোকসান হয়েছে। হোটেল কর্তৃপক্ষ আরও যুক্তি দেয় যে, পুলিশ ও ফরেনসিক দল তো অনেকবারই ওই কক্ষে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাই ওই কক্ষ সিল করে রাখার আর কোনও প্রয়োজন নেই।

আদালত হোটেল কর্তৃপক্ষের আর্জি মঞ্জুর করেছে।

সুনন্দার মৃত্যু রহস্যের তদন্তের জন্য ২০১৪-র ১৭ জানুয়াকি হোটেলের ওই কক্ষটি সিল করে দেওয়া হয়েছিল। ২০১৫-র ১ জানুয়ারি দিল্লি পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছিল।