মালাপ্পুরম (কেরল): কেরলের মালাপ্পুরমের নিলাম্বর জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষেই দুই মাওবাদী  নিহত হয়েছে বলে সরকার ও প্রশাসনের দাবির মধ্যেই স্থানীয় আদালত ৫ ডিসেম্বর পর্যন্ত ওই দুজনের দেহ সংরক্ষিত রাখার নির্দেশ দিল।


প্রশাসনের বক্তব্য, গত ২৪ নভেম্বর ৬০ সদস্যের এলিট থান্ডারবোল্ট বাহিনী নিলাম্বর জঙ্গলে তল্লাসি চালাচ্ছিল সূত্র মারফত্ ওখানে কয়েকজন মাওবাদীর ঘাঁটি গেড়ে থাকার খবর পেয়ে। পুলিশ দলটিকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালায়। পাল্টা গুলিও চালানো হয়। সংঘর্ষে প্রাণ হারায় বেআইনি ঘোষিত মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য কুপ্পুস্বামী দেবরাজ ও অজিতা নামে এক মহিলা মাওবাদী। কিন্তু সংঘর্ষের দাবি খারিজ করে ঠান্ডা মাথায় ওঁদের সাজানো সংঘর্ষে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেবরাজের ভাই ও কয়েকজন মানবাধিকার কর্মী। তাঁদের দায়ের করা জনস্বার্থ পিটিশনের ওপরই মানজেরির মুখ্য দায়রা ও নগর আদালত দুজনের দেহ সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

সরকারি কৌঁসুলি পি সুরেশ জানান, সাতদিন ২ মাওবাদীর দেহ সংরক্ষণের নির্দেশে প্রশাসনও আপত্তি করেনি।

বিচারক এস এস ভাসান গতকালের অন্তর্বর্তী রায়ে দুই মাওবাদীদের দেহের অন্ত্যোষ্ঠি সেরে ফেলা থেকে আজ পর্যন্ত বিরত রাখেন পুলিশকে।
পিটিশনারদের দাবি অনুযায়ী নিহত মাওবাদীদের দেহের সুরতহাল ও ময়না তদন্তের রিপোর্টের কপি পেশ করার মৌখিক আশ্বাস দেয় পুলিশ। তা মেনে নেয় আদালত।