বেঙ্গালুরু: গত মাসে বেঙ্গালুরুর একটি পাবে এক ব্যক্তিকে নিগ্রহের জন্য হত্যার চেষ্টার অভিযোগ গ্রেফতার কর্নাটকের কংগ্রেস বিধায়কের ছেলের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। এই মামলায় অভিযুক্ত আরও ছয় জনের জামিনের আর্জি নাকচ করে দিয়েছেন দায়রা আদালতের বিচারক পরমেশ্বর প্রসন্ন।
গত ১৭ ফেব্রুয়ারিতে ইউবি সিটিতে এল বিদওয়াথ নামে এক ব্যক্তিকে নিগ্রহের পর রাজ্যের শাসক দলের বিধায়ক এন এ হ্যারিসের ছেলে মহম্মদ নালাপাদ হ্যারিসের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়।
এদিন জামিনের আর্জি খারিজ করতে গিয়ে বিচারক বলেছেন, আক্রান্ত যেভাবে জখম হয়েছেন, তাতে বিষয়টি অত্যন্ত গুরুতর। ঘটনার সাক্ষীদের প্রভাবিত করা এবং তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কার বিষয়টিও উড়িয়ে দেয়নি আদালত।
উল্লেখ্য, ওই ঘটনার পর বেঙ্গালুরু জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নালাপাদকে বরখাস্ত করে দল।
সরকারি কৌসুঁলি জানিয়েছেন, আক্রান্ত যে রকম জখম হয়েছেন তাতে এই মুহূর্তে অভিযুক্তকে জামিন দেওয়া সঠিক নয় বলে আদালত জানিয়েছে।
নিগ্রহের মামলায় কর্নাটকের কংগ্রেস বিধায়কের ছেলের জামিনের আর্জি খারিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2018 08:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -