নয়াদিল্লি: আর্থিক তছরুপের একটি মামলায় শীনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে ২ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল দিল্লির বিশেষ আদালত।


অভিযোগ, ২০০৭ সালে বিদেশি বিনিয়োগ গ্রহণ করার জন্য ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড (এফআইপিবি)-নির্দেশিকা লঙ্ঘন করে আইএনএক্স মিডিয়া। অভিযোগের প্রেক্ষিতে আইএনএক্স মিডিয়া ও তার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


মামলায় ইন্দ্রাণী ছাড়াও অভিযুক্ত করা হয়েছে তাঁর স্বামী তথা আইএনএক্স মিডিয়ার প্রতিষ্ঠাতা পিটার মুখোপাধ্যায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরমের পুত্র কার্তি। সকলের বিরুদ্ধেই পিএমএলএ ধারায় মামলা দায়েরক করা হয়।


জানা গিয়েছে, এদিন আদালতের কাছে ইন্দ্রাণীর তিনদিনের হেফাজতের অনুমতি চায় সিবিআই। কিন্তু, বিশেষ বিচারক সুনীল রাণা ইন্দ্রাণীকে ২ দিনের জন্য জেরা করার অনুমতি দেন। তিনি জানান, ইন্দ্রাণীকে যেন আগামী ৭ তারিখ আদালতে পেশ করা হয়।