নয়াদিল্লি:  খালিস্তানি লিবারেশন ফোর্স (কেএলএফ) প্রধান হরমিন্দর সিংহ মিন্টুর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লির একটি আদালত। আদালত মন্তব্য করেছে, নাভা জেল ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনায় যড়যন্ত্রের চেহারা উন্মোচন করতে হরমিন্দরকে হেফাজতে রেখে জেরার প্রয়োজন রয়েছে।


এদিন পুলিশ হরমিন্দরের সাতদিনের হেফাজতের আর্জি জানায়। অতিরিক্ত দায়রা বিচারক রীতেশ সিংহ হরমিন্দরের ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


পুলিশ আদালতকে জানায়, এই কুখ্যাত জঙ্গি ও আরও পাঁচজনকে পাতিয়ালার নাভা জেল থেকে পালাতে কারা সাহায্য করেছে, তা জানতে তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন।


পুলিশ বলেছে, হরমিন্দর পাকিস্তানও গিয়েছিল। এজন্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং কয়েকটি জঙ্গি গোষ্ঠীর ভূমিকা সম্পর্কেও তদন্তর প্রয়োজন। নিজামুদ্দিন রেল স্টেশন থেকে ধৃত হরমিন্দরের সঙ্গে পাক ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যোগাযোগ ছিল বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজিপি সুরেশ অরোরা।


পুলিশ জানিয়েছে, হরমিন্দরের কাছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। সে আগে বব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য ছিল। পরে সে নিজস্ব সংগঠন তৈরি করে।