নয়াদিল্লি: চপার কাণ্ডের মেঘ ঘনাতে না ঘনাতেই কোলগেট কেলেঙ্কারিতে নতুন করে অস্বস্তিতে কংগ্রেস। দলের প্রাক্তন সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দাল ও প্রাক্তন উপ কয়লামন্ত্রী দসারি নারায়ণ রাওয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। এছাড়াও চার্জ তৈরি হবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া ও প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্ত সহ ১২জনের বিরুদ্ধে।
জিন্দাল সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঝাড়খণ্ডের অমরকোন্ডা মুর্গাদঙ্গল কয়লা খনি বরাদ্দর সময় নিয়ম ভেঙে সুযোগ সুবিধে আদায় করেছেন তাঁরা। অভিযোগ ওঠে, জিন্দাল গোষ্ঠীর দুটি সংস্থা জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড ও গগন স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেডকে ওই খনি পাইয়ে দেওযার জন্য আইন ভাঙা হয়। আদালতে সিবিআই জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠনের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কোলগেট কাণ্ড: আনুষ্ঠানিক চার্জ গঠন নবীন জিন্দাল সহ ১২জনের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 07:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -