নয়াদিল্লি: ৯ মে থেকে ২৭ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জন যাত্রীর। এঁদের মধ্যে একজনের করোনায় মৃত্যু হয়েছে। আরও এগারো জনের মৃত্যু হয়েছে কো-মরবিডিটির কারণে, জানাল ভারতীয় রেল। মৃতদের মধ্যে একটি চার বছরের শিশুও রয়েছে। ১ থেকে ৮ মে-র তথ্য অবশ্য পাওয়া যায়নি।
সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, ৮০টি মৃত্যুর মধ্যে ১৮টি ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে। ১৯টি ঘটনা ঘটেছে উত্তর-মধ্য ভারতে। ১৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে রেলের পূর্ব ক্ষেত্রে। এই স্পেশাল ট্রেনগুলির ৮০ শতাংশই উত্তরপ্রদেশ ও বিহারের উদ্দেশে যাচ্ছিল।
আরপিএফ-এর এক নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। রাজ্যগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। রেলমন্ত্রকের এক মুখপাত্র অবশ্য শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যুর এই তথ্য সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাঁর দাবি, গতকাল রেলবোর্ডের চেয়ারম্যান এ বিষয়ে যা বলার বলে দিয়েছেন।
সূত্রের খবর, গত সপ্তাহে বিহারের মুজফফরাবাদ স্টেশনে এক মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল উত্তরপ্রদেশের ঝাঁসিতে ট্রেনের শৌচাগার থেকে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এতজনের মৃত্যুর পরেও রেলমন্ত্রকের দাবি, মাত্র কয়েকজনের মৃত্যু হয়েছে। এই ব্যক্তিরা আগে থেকেই অসুস্থ ছিলেন। ট্রেনে চড়ে যাওয়ার সময় তাঁদের স্বাস্থ্যের অবনতি হওয়য়া মৃত্যু হয়েছে। রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবের দাবি, এ মাসে ৩,৮৪০টি ট্রেনে ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের শহরে ফেরানো হয়েছে। ৮০ শতাংশ পরিযায়ী শ্রমিকই ফিরেছেন বিহার ও উত্তরপ্রদেশে। পরিযায়ী শ্রমিকরা ট্রেনে খাবার ও জল না পাওয়ার যে অভিযোগ করেছেন, তা অস্বীকার করেছেন রেলবোর্ডের চেয়ারম্যান।