নয়াদিল্লি: 'করোনা সহায়তা যোজনা'- য় প্রত্যেককে ১০০০ টাকা করে অনুদান দিচ্ছে কেন্দ্রীয় সরকার! গুজব উড়িয়ে ভুয়ো খবর বলে ঘোষণা করল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে অজস্র ভুয়ো খবর। বেশিরভাগ ক্ষেত্রেই গুজব ছড়ানোক মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এমনই একটি ভুয়ো খবর ছড়ায় নেটদুনিয়ায়। তাতে দাবি করা হয়, করোনা মোকাবিলায় 'করোনা সহায়তা যোজনা' নামে নতুন একটি স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই যোজনার আওতায় থাকা ব্যক্তিদের প্রত্যেককে ১০০০ টাকা করে অনুদান দেবে কেন্দ্র।

শনিবার প্রসার ভারতী সংবাদ সংস্থার তরফে ঘোষণা করা হয়, এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এরপর ঘটনার সত্যতা যাচাই করে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। সংস্থার টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমন কোনও যোজনার কথা ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।



এর আগেও করোনা আবহে লকডাউন চলাকালীন  ৩ মে অবধি বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ফ্রি করার সম্পর্কে একটি খবর ছড়িয়েছিল। সেই খবরটিকেও ভুয়ো ঘোষণা করে পিআইবি।