মুম্বই: করোনার বলি এবার মুম্বইয়ের ডাব্বাওয়ালা। মারণ ভাইরাসে এই প্রথম কোনও ডাব্বাওয়ালার মৃত্যু হল।

সংবাদসংস্থা পিটিআইকে মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের সংগঠনের প্রেসিডেন্ট সুভাষ তালেকর জানিয়েছেন, বুধবার সন্ধেবেলা নায়ার হাসপাতালে ৩৯ বছরের ওই ব্যক্তি মারা গিয়েছেন। সুভাষ বলেছেন, ‘ওই ব্যক্তি মালাডের বাসিন্দা ছিলেন। মালাডে করোনার সংক্রমণ ভয়ানক চেহারা নিয়েছে। ওই ব্যক্তির স্ত্রী ও পাঁচ বছরের পুত্রসন্তান রয়েছে।’ সুভাষ জানিয়েছেন, ওই ব্যক্তির স্ত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে বিপাকে মুম্বইয়ের ডাব্বাওয়ালারা। অফিস-কাছারি বন্ধ থাকায় মন্দার মুখে তাঁদের ব্যবসা। সুভাষ বলেছেন, ‘গত চার মাস ধরে ডাব্বাওয়ালারা চরম দুর্দশার মুখে। সংসার চালানোর টাকাও নেই অনেকের কাছে। রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের জন্য কিছু করুন।’