নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দীর্ঘ লকডাউনের পর আপাতত স্বাভাবিক জীবন ফেরানোর জন্য আনলক ওয়ান চালু করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে কনটেনমেন্ট জোনের বাইরে ধাপে ধাপে খোলা হচ্ছে সব কিছু।


তবে ভারতীয়দের উদ্বেগ বাড়াতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র এক শীর্ষ আধিকারিকের মন্তব্য। হু-র জরুরি স্বাস্থ্য বিভাগ প্রকল্পের কার্যকরী ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও ভারতে করোনা ভাইরাসের বিস্ফোরণ এখনও ঘটেনি। তবে সেই ঝুঁকি রয়েছে পুরোমাত্রায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এমনটি বলা হয়।

রায়ান জানিয়েছেন, তিন সপ্তাহ পর পর দক্ষিণ এশিয়ায় করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বাড়লেও করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শুধু ভারতই নয়, বাংলাদেশ, পাকিস্তান-সহ অন্যান্য দেশেও জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই অংশে করোনার বিস্ফোরণ এখনও ঘটেনি। তবে যে কোন সময় বিস্ফোরণ হওয়ার আশঙ্কা রয়েছে।