নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই বিভিন্ন রাজ্যে  কয়েকশ মানুষের করোনা সংক্রমণের ঘটনা সামনে আসছে। এরইমধ্যে কেরলের খবরে আশার ইঙ্গিত। দক্ষিণ ভারতের এই রাজ্যে আজ একটি মাত্র করোনা পজিটিভের ঘটনা সামনে এল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ কথা জানিয়েছেন।

বিজয়ন জানিয়েছেন, আজ এর্নাকুলামে চেন্নাই ফেরত এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। কেরলে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬। প্রায় ১৯,৮১০ জন বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। আরও ৩৪৭ জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি।



উল্লেখ্য, দেশে প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটেছিল কেরল। তখন থেকে এখন পর্যন্ত পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে এসেছে।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬,৩৪২। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬,৫৪০। মৃত্যু হয়েছে ১৮৮৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে ২৯.৩৬ শতাংশ রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল জানিয়েছেন, দেশে প্রায় ২১৬ জেলায় করোনা সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি। ৪২ জেলায় গত ২৮ দিন ও ২৯ জেলায় গত গত ২১ দিনে কোনও করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি।