নয়াদিল্লি: কোভিড-১৯ এর সময়কালে কোনও যাত্রী যদি নিজের বাড়তি নিরাপত্তা, সুরক্ষা সুনিশ্চিত করতে পাশাপাশি দুটি আসনের টিকিট একার জন্য কাটতে চান, তবে তিনি তা পারবেন। এমন স্কিম চালু করল ইন্ডিগো বিমান সংস্থা। অবশ্য সেই টিকিট কোনও ট্রাভেল পোর্টাল, ইন্ডিগো কল সেন্টার কিংবা বিমান বন্দরের কাউন্টার থেকে পাওয়া যাবে না। একমাত্র ইন্ডিগো-র ওয়েবসাইট থেকে টিকিট কাটলেই মিলবে এই সুবিধা। এয়ারলাইন্স সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীর পাশের ফাঁকা অতিরিক্ত সিটটির ভাড়া মূল সিটের ভাড়ার চেয়ে ২৫ শতাংশ পর্যন্ত বেশি হবে। আগামী ২৪ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।


বিমান সংস্থাটি জানিয়েছে, তারা গত ২০ থেকে ২৮ জুন সময়কালে ২৫ হাজার যাত্রীর মধ্যে সমীক্ষা করে দেখেছে যে, বিমানের আসনে নিরাপদ দূরত্ববিধি বজায় রাখা নিয়ে বড় অংশেরই কপালে ভাঁজ পড়ছে। পাশের যাত্রীটি বিমানের ভিতরে দূরত্ববিধি মানবেন কিনা, তা নিয়ে সংশয়ী সকলেই।

ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড রেভিনিউ অফিসার সঞ্জয় কুমার বলেন, যাত্রীদের সুবিধা-অসুবিধা সব সময়ই আমাদের প্রাধান্যের বিষয়। যদিও বর্তমান সময়ে বিমানযাত্রাই সবচেয়ে নিরাপদ রাস্তা, আমরা কাস্টমারদের সুরক্ষার জন্য বাড়তি উদ্বেগ উপলব্ধি করতে পারছি।  যাত্রীদের তরফে আসা অনুরোধ খতিয়ে দেখেই অতিরিক্ত সুরক্ষার স্বার্থে এক যাত্রীর নিজের জন্য পাশাপাশি দুটি টিকিট বুক করার বন্দোবস্ত করা হচ্ছে।