নয়াদিল্লি: সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এরইমধ্যে বিভিন্ন দেশে চলছে মারণ এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা। ভারতও সামিল এই প্রয়াসে। এরইমধ্যে কোভিড ১৯ ভ্যাকসিন প্রশাসন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি সোমবার দেশের পাঁচটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসে। এই সংস্থাগুলি হল পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া,পুণের ভারত বায়োটেক,আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা,পুণের জিনোভা বায়োফার্মাসিউটিক্যালস এবং হায়দরাবাদের বায়োলজিক্যাল ই।দেশীয় ভ্যাকসিনগুলির পরীক্ষা কোন পর্যায়ে আছে এবং কেন্দ্রের কাছ থেকে তাদের প্রত্যাশা কী..এই সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। মন্ত্রক বলেছে, এই বৈঠকে উভয়পক্ষের কাছেই লাভজনক ও ফলপ্রসু।
বৈঠকে সভাপতিত্ব করেন নীতি আয়োগের সদস্য ভিকে পল। সহ সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বিশেষজ্ঞ কমিটি পাঁচটি সংস্থার সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করে। সূত্রের খবর বৈঠকে, সংস্থাগুলির উত্পাদন ক্ষমতা এবং সরকারের কাছ থেকে কোনও সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়।
গত ১২ অগাস্টের পর কমিটির এটি দ্বিতীয় বৈঠক ছিল।
প্রথম বৈঠকে জনসংখ্যার কোনও অংশের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিনের প্রয়োজন, সে বিষয়ে দিকনির্দেশিকা ও ভ্যাকসিন সংগ্রহের মতো ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞ কমিটি উত্পাদনে তহবিল যোগানের বিকল্প সহ কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের জন্য আর্থিক সম্পদ নিয়েও আলোচনা করে। ভ্যাকসিন চালু করার পন্থাপদ্ধতি, পরিকাঠামোর মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়।
পরীক্ষার কোন পর্যায়ে রয়েছে করোনা ভ্যাকসিন, দেশের পাঁচ সংস্থার সঙ্গে বৈঠকে খোঁজখবর বিশেষজ্ঞ কমিটির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2020 10:11 AM (IST)
সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এরইমধ্যে বিভিন্ন দেশে চলছে মারণ এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা। ভারতও সামিল এই প্রয়াসে। এরইমধ্যে কোভিড ১৯ ভ্যাকসিন প্রশাসন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি সোমবার দেশের পাঁচটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -