দেহরাদুন: গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন নেয়, ছাড়েও। বললেন উত্তরাখন্ডের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে এমন মন্তব্য করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, গরু শুধু অক্সিজেন গ্রহণই করে না, ত্যাগও করে। সম্প্রতি এখানে এক অনুষ্ঠানে তিনি গরুর দুধ, গোমূত্রের ঔষধি গুণাবলী ব্যাখ্যা করছিলেন। সেখানেই তিনি গরুর এই বৈশিষ্ট্যের উল্লেখ করেন। গরুকে ম্যাসাজ করলে শ্বাসকষ্ঠের সমস্যা সেরে যায়, এছাড়া গরুর কাছাকাছি থাকলে যক্ষ্মারোগ নির্মূল হয় বলেও দাবি করেন রাওয়াত।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের দিনকয়েক আগে রাজ্য বিজেপির সভাপতি তথা নৈনিতালের সাংসদ অজয় ভট্ট দাবি করেন, বাগেশ্বর জেলায় গরুড় গঙ্গা নদীর জল খেলে গর্ভবতী মহিলারা সিজারিয়ান ডেলিভারি এড়াতে পারেন।
এদিকে সম্ভবত মুখ্যমন্ত্রীর বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ধরে নিয়ে মুখ খুলেছেন তাঁর দপ্তরের জনৈক কর্তা। সিএমও অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সাফাই দিয়ে বলেন, উনি উত্তরাখন্ডের পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের একটা সাধারণ বিশ্বাসের কথা বলেছেন। গরুর দুধ ও গোমূত্রের ঔষধি ক্ষমতার কথা যেমন সবার জানা, তার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষ বিশ্বাস করে, গরু তাদের অক্সিজেনও দেয়।