জয়পুর: জীব বিজ্ঞানসম্পর্কে নিজের জ্ঞান 'জাহির' করলেন রাজস্থানের পঞ্চায়েত মন্ত্রী বাসুদেব দেবনানি। তাঁর দাবি, গরুই একমাত্র প্রাণী যে শ্বাসপ্রশ্বাসের সময় নেয় ও ছাড়ে।  হিঙ্গোনিয়া গোশালায় আয়োজিত একটি অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন।
গরুর বৈজ্ঞানিক তাত্পর্য্য সম্পর্কে বলতে গিয়ে দেবনানি বলেছেন, গরুর এই বৈশিষ্ট্ সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে।
দেবনানি আরও বলেছেন, গরুর কাছে গেলে সর্দি ও কাশী সেরে যায়। সারা দেশে গোরক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেছেন।
মন্ত্রীর আরও দাবি, গোবরে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, যা তেজষ্ক্রিয়তা শোষণ করে নেয়।
উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের কৃষি সংগঠনের রিপোর্ট অনুসারে, গরু সহ গবাদি পশুদের কাছ থেকে ১৮ শতাংশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয়।
কিন্তু বৈজ্ঞানিক তথ্য মাথায় থাক। রাজনীতির গরু অবশ্য গাছে চড়লেও ক্ষতি নেই। দেশে এখন  হিন্দুত্ববাদীদের গরু রাজনীতির হাতিয়ার।গত বছর গোরক্ষকদের বিরুদ্ধে গোমাংস ভক্ষণ ও গোহত্যার অভিযোগে মারধর, হামলা ও খুনের অভিযোগও উঠেছে।