নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু-পাচার রুখতে বিএসএফ-কে আরও সজাগ ও সতর্ক থাকতে হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। দেশের নিরাপত্তা সব দিক দিয়ে সুনিশ্চিত করতে একটি জাতীয় ‘থিঙ্কট্যাঙ্ক’ গঠন করারও নির্দেশ স্বরাষ্ট্রসচিবকে দেন তিনি।
এদিন বিএসএফ-এর একটি অনুষ্ঠানে রাজনাথ বলেন, দেশের স্থলসীমান্তের নিরাপত্তাকে আঁটোসাঁটো করতে একটি পরিকল্পনা তৈরি হয়েছে। সেখানে লেজার ওয়াল সহ বিভিন্ন উন্নতমানের প্রযুক্তি ও নজরদারি গ্যাজেটের ব্যবহার করা হবে। যাতে সীমান্তের নিরাপত্তা রাজনাথের কথা অনুযায়ী, ‘চুস্ত দুরুস্ত’ বা ঠিকঠাক থাকে।
গরু-পাচার সমস্যা নিয়ে এদিন সোচ্চার ছিলেন রাজনাথ। তিনি বলেন, বেশ কিছু বছর ধরে গরু-পাচার হয়ে আসছে। বিগত কয়েক বছরে গরু-পাচারের সংখ্যা ২৩ লক্ষ থেকে কমে ৩ থেকে সাড়ে তিন লক্ষে দাঁড়িয়েছে। এর জন্য বিএসএফ-এর সাধুবাদ প্রাপ্য। কিন্তু, তা একেবারে বন্ধ করতে জওয়ানদের আরও সতর্ক ও সজাগ থাকার নির্দেশও দেন তিনি।
পাশাপাশি, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সহযোগিতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা মেনে নেন তিনি। তাঁর মতে, গরু পাচার রুখতে নিরাপত্তা বাহিনীর প্রয়োজন রাজ্য সরকারের সমস্ত রকম সমর্থনের।
আরও সজাগ হন, বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধ করুন, বিএসএফ-কে রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 01:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -