আলোয়ার: যারা গোহত্যা ও গরু পাচার করে, ধরা পড়লে এভাবেই মরতে হবে তাদের। বললেন রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। এক গো পাচারকারীর ধরা পড়ে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, এ দেশে গরুকে সম্মান করা হয়। তারপরেও তাদের খুন করা হবে কেন।
[embed]https://twitter.com/ANI/status/945137334885924865?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fcity%2Fjaipur%2Fcow-smuggling-may-get-you-killed-says-bjp-leader%2Farticleshow%2F62236683.cms[/embed]
আলোয়ারের পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল গরুবোঝাই একটি মিনি ট্রাক রামগড় আসছে। তা ঠেকাতে রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে তারা। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাকটি। স্থানীয় যাদব নগর গ্রামের মানুষ ট্রাকটি দেখতে পেয়ে তার ৩ সওয়ারিকে মারধর করেন। তবে ২ জন পালিয়ে যায়, ধরা পড়ে জাকির খান নামে একজন। গণধোলাই খায় সে। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে, পা ও মাথায় চোট নিয়ে এখন সে হাসপাতালে ভর্তি।
ওই মিনি ট্রাক থেকে উদ্ধার হয় ৮টি বাছুর, তবে ২টি ততক্ষণে মারা গিয়েছিল।
এ নিয়ে মন্তব্য করতে গিয়ে আহুজা বলেছেন, যে গোহত্যা, গরু চোরাচালান করবে, তাদের এভাবেই মরতে হবে। তাঁর মন্তব্য, অন্যান্য এলাকার গরু পাচারকারীরা আলোয়ার দিয়ে গরু নিয়ে যায়। গ্রামবাসীরা তাদের ধরে ফেললে গুলি চালায় তারা। এই পাচারকারীদের এখানে আসার দরকারটা কী? শুধু মারধর খাওয়া? সাধারণ মানুষের মধ্যে গরু পাচার নিয়ে অত্যন্ত ক্রোধ ও ক্ষোভ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অবশ্য বিতর্কের সঙ্গে জ্ঞানদেব আহুজার পুরনো পরিচয়। গত বছর তিনি বলেছিলেন, জেএনইউ ক্যাম্পাস থেকে প্রতিদিন ৩,০০০ কন্ডোম, ২,০০০ মদের বোতল মেলে।
গোহত্যা, গরু পাচার করলে মরতে হবে, হুঁশিয়ারি রাজস্থানের বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2017 10:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -