রায়গড়:  গরুদের মারধরের প্রতিবাদ করে প্রহৃত কয়েকজন পর্যটক। তাঁদের কাছ থেকে জিনিসপত্রও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা ঘটেছে ওড়িশার রায়গড়ের খেদাপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধেয় ভ্রমণ স্থল থেকে ফেরার পথে গো-পরিবহনকারীদের হাতে তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় কে ভেঙ্কটেস্বরণ কান্নান নামে হায়দরাবাদ থেকে আগত এক পর্যটক চান্ডিলি থানায় অভিযোগ দায়ের করেন।
রায়গড়ের এসডিপিও ওয়াই জে রাও জানিয়েছেন, পর্যটকরা একদল গরু নিয়ে যাওয়ার সময় তাদের মারধর করছিল। এর প্রতিবাদ করায় যারা গরু নিয়ে যাচ্ছিল তারা  পর্যটকদের ওপর চড়াও হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
কান্নানের অভিযোগ, তাঁকে কুডুল দিয়ে আঘাত করা হয়। তাঁর স্ত্রীকে টানাহ্যাঁচড়া করে অভিযুক্তরা। এমনকি, তাঁর মোবাইল ও মানিব্যাগও কেড়ে নেওয়া হয়। এছাড়াও তাঁর বন্ধুদের ওপরও হামলা চালানো হয় বলে কান্নানের অভিযোগ।
ওই পর্যটকরা নিজেদের পশুপ্রেমী বলে দাবি করেছেন। তাঁরা জেলা কালেক্টরের দ্বারস্থ হয়ে হস্তক্ষেপের আর্জি জানান।
কালেক্টর জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, জেলায় পর্যটকদের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রশাসনের অগ্রাধিকার ।