নয়াদিল্লি:  গো-মূত্র এতটাই উপকারী যে, একজন সরকারি উচ্চপদস্থ আধিকারিকের কঠিন রোগ পর্যন্ত সারিয়ে দিয়েছিল, লোকসভায় দাবি করেছেন বিজেপি সদস্য মিনাক্ষী লেখি।


এরপরই বিজেপি সদস্য জানতে চান, গরু এবং গবাদি পশু নিয়ে প্রাচীন বিজ্ঞানে যে ধ্যান ধারণা ছিল, সেটা উন্নত প্রযুক্তি ব্যবহার করে, বর্তমানে কীভাবে জনপ্রিয় করা যায়, সেই নিয়ে কী ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার? সেসময়ই মিনাক্ষী ওই প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারলের কথা উল্লেখ করে বলেন, কীভাবে গো-মূত্র তাঁকে রোগমুক্ত করেছিল। তারপর স্পিকার সুমিত্রা মহাজন বলেন, ওষুধ ওষুধই হয়।

লেখির প্রশ্নের উত্তরে কৃষি মন্ত্রী রাধা মোহন সিংহ জানান, অল্প কয়েক মাসের মধ্যেই কার্নালে একটি জিনম সেন্টার শুরু হতে চলেছে। সেখানে কীভাবে গো-মূত্র, গোবর উন্নত পদ্ধতির মাধ্যমে বর্তমানে দুনিয়ায় ব্যবহার করা যাবে, সেনিয়ে গবেষণা করা হবে।