জয়পুর: গোরক্ষকদের তাণ্ডব থেকে রেহাই পেলেন না সরকারি আধিকারিকরাও। যে রাজস্থানে গো-পাচারের অভিযোগে পেহলু খানকে পিটিয়ে খুন করা হয়েছিল সেই রাজ্যেরই বারমের জেলায় এবার আক্রান্ত হলেন তামিলনাড়ুর সরকারি আধিকারিকরা। গো পাচারের সন্দেহে ট্রাকে পাথর ছোঁড়া হল, অবরোধ করা হল জাতীয় সড়কও। এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে সরকার। চারজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টিকে যথাযথ গুরুত্ব না দেওয়া এবং দেরী করে ঘটনাস্থলে পৌঁছনোর জন্য এক ইন্সপেক্টর সহ সাত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এক পদস্থ পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর পশুপালন বিভাগের আধিকারিকরা জয়সলমীর থেকে ৫০ টি গরু ও বাছুর কিনে ৫ টি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের কাছে প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র, কর্তৃপক্ষের অনুমতি ছিল। কিন্তু এরপরও গোরক্ষকরা তাঁদের ওপর চড়াও হয়। ট্রাক লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে। তারা তামিলনাড়ুর আধিকারিকদের মারধর করতেও উদ্যত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনওক্রমে তাঁদের উদ্ধার করে। সরকারি আধিকারিক, ট্রাক চালক ও খালাসিদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়।
এরইমধ্যে একদল জনতা ১৫ নম্বর জাতীয় সড়কে এসে অবরোধ শুরু করে।
সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধাদান সহ একাধিক ধারায় ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন বারমেরের পুলিশ সুপার গগনদীর সিংলা।
রাজস্থানে ফের গোরক্ষকদের তাণ্ডব, রেহাই পেলেন না তামিলনাড়ুর সরকারি আধিকারিকরাও
ABP Ananda, web desk
Updated at:
12 Jun 2017 06:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -