আলিগড়: প্রধানমন্ত্রীর ‘হুঁশিয়ারিই’ সার। এখনও গো-রক্ষার নামে ‘জুলুমবাজি’ শিকার সাধারণ মানুষ।
সংবাদসংস্থা সূত্রের খবর, গরু-চোর সন্দেহে চার ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।
ঘটনায় প্রকাশ, উত্তর প্রদেশের আলিগড়ের অন্তর্গত জিরোলি গ্রামের কাছে বজরং দলের জেলা সভাপতি কেদার সিংহের নেতৃত্বে একদল গো-রক্ষক মোষ বোঝাই একটি ম্যাটাডরকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু, চালক গাড়ি থামাননি।
তখন ওই সদস্যরা অন্যদের খবর দেয়। এরপরই রাস্তা আটকে দেওয়া হয়। বজরং সদস্যরা রাস্তা আটকে রয়েছে দেখে ম্যাটাডোরে থাকা চারজন পালানোর চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, এরপরই তাঁদের ধরে ফেলে বেধড়ক পেটানো হয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বজরং দলের সদস্যরা পুলিশকে জানান, ওই চারজনের গতিবিধি দেখেই তাদের সন্দেহ হয়েছিল। এমনকী, ওই চারজন গরু-পাচার করছিল বলেও অভিযোগ করে তারা।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করা হচ্ছে। আটক করা হয়েছে তাদের গাড়িও।
গো-রক্ষার নামে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, তার ওপর নজর রাখার জন্য সব রাজ্যকে গতকালই নির্দেশ পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তার দুদিন আগেই ভুয়ো গো-রক্ষকদের বিষয়ে মানুষকে সচেতন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, কিছু মানুষ ভুয়ো রক্ষকের বেশ ধারণ করে সমাজে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
ফের গো-রক্ষার নামে মারধর, অভিযুক্ত বজরং দল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2016 12:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -