নয়াদিল্লি: ফের স্বঘোষিত গোরক্ষকদের বাড়াবাড়ি! বকরি ইদে বলি দেওয়া পশুর হাড়গোড়, চামড়া জঞ্জালের স্তুপে ফেলতে গিয়ে মুন্ডকা রোডে তাদের রোষের শিকার হয়েছেন হাফিজ আবদুল খালিদ ও আলি হাসান নামে দুজন। বকরি ইদে গোহত্যা করেছে, এই সন্দেহে খালিদ, হাসানকে চড়-থাপ্পড় মারে, তাদের ওপর হম্বিতম্বি করে সন্দেহভাজন গোরক্ষকরা। তাঁদের সঙ্গে ছিল ১৪ বছরের একটি ছেলে। তবে কী দয়া হয় কে জানে, তাকে রেহাই দেয় নিগ্রহকারীরা।যদিও পরে জানা যায়, তারা যে পশুর দেহাবশেষ ফেলে দিতে যাচ্ছিল, সেটি গোরু নয়, মহিষের। দিল্লির কাঞ্ঝাওয়ালার এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জখম আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লিতে গোহত্যা নিষিদ্ধ। গোহত্যার অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। গোরু বাদে অন্য যে কোনও জন্তু-জানোয়ার বলি দিতে হলে প্রশাসনের কাছ থেকে সংশ্লিষ্ট পশুটি বলিদানের উপযুক্ত কিনা, সেই সংক্রান্ত সার্টিফিকেট নেওয়া নিয়ম। এক্ষেত্রে সেই অনুমতিও নেওয়া হয়েছিল।
ধৃত ৪ জনের অতীতের কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। তারা কোনও সময় গোরক্ষা বাহিনী দলে কিনা, খোঁজ নিচ্ছে পুলিশ।
দিল্লিতে বাড়াবাড়ি 'গোরক্ষকদের', নিগৃহীত ২, গ্রেফতার ৪
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 03:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -