নয়াদিল্লি: পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিলেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সাহসী জওয়ানদের নিয়ে আমরা গর্বিত। ওদের বলিদান বৃথা যাবে না। গোটা দেশ ওদের পরিবারের সঙ্গে রয়েছে।
রবিবার বর্ষশেষের দিনেও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহত হন অন্তত ৫ জন সেনাকর্মী। দুই জঙ্গিও খতম হয়। গতকাল রাত থেকে এদিন ভোরের আলো ফোটা পর্যন্ত গভীর অন্ধকারে তল্লাসি অভিযান বন্ধ ছিল। হামলাস্থলের আশপাশে আরও সন্ত্রাসবাদীর গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহে সকাল থেকে আবার খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিটি বাড়িতে চলছে তল্লাশি।
গতকাল সন্ত্রাসবাদীরা ভারী অস্ত্রশস্ত্র, গ্রেনেড নিয়ে হামলা চালিয়েছিল। সিআরপিএফ শিবির নিশানা করে তারা।



জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এসপি বৈদ জানান, সেনা ও আধাসেনা ছাউনির ওপর হামলা হতে পারে বলে গত তিনদিন ধরে খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। এক সিআরপিএফ কর্তা জানান, এলাকায় ঢুকতে প্রথমে গ্রেনেড ছোঁড়ে, তারপর প্রচণ্ড গোলাগুলি চালাতে থাকে। বেলা দুটো নাগাদ লেথপোরা শিবিরে ঢুকে যায় আত্মঘাতী জঙ্গি দলটি।
নিহত সিআরপিএফ জওয়ান তুফাইল আহমেদের ছেলে আনিস বলেছেন, সন্ত্রাসবাদের অবসান হয়নি। আমাদের জওয়ানরা জীবন দিয়েই চলেছেন। দয়া করে কিছু অন্তত করুন। পাকিস্তানের চেয়ে জঘন্য দেশ গোটা বিশ্বে আর একটিও নেই।
এদিকে গতকালের পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে হামলার পর ট্যুইট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, উপত্যকার পরিস্থিতি যে কতটা খারাপ, তা ভয়ঙ্কর ভাবে দেখিয়ে দিল বছর শেষের এই আক্রমণ। নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারগুলির প্রতি রইল আমার শোক, সমবেদনা।