নয়াদিল্লি: র্যাম্পে এবার গরু!
‘গোহত্যা’ নিয়ে উত্তাল গোটা দেশ। এই নিয়ে চলছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি। এরই মাঝে এক অভিনব উদ্যোগ হরিয়ানার একটি পশুচিকিত্সা প্রতিষ্ঠানের।
হরিয়ানা সরকারের সহায়তায় রাজ্যে প্রথম এই কাউওয়াক (cowalk)-এ অংশ নেয় রাজ্যের বিভিন্ন জেলার গরু ও ষাঁড়েরা। রাজ্যস্তরের একটি সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্প্রতি আয়োজিত এই গো-সৌন্দর্য্য প্রতিযোগিতাটি আয়োজিত হয় রোহতকের আকবরপুর গ্রামে ইন্টারন্যাশানাল ইন্সটিটিউট অফ ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠানে। ২১ টি জেলা থেকে মোট ৬২১ টি গরু ও ষাঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যে সে প্রজাতি হলে চলবে না। অংশগ্রহণকারীদের অবশ্যই দেশীয় প্রজাতির হতে হবে। অংশগ্রহণ করতে পারবে হরিয়ানা, শাহিওয়াল, থারপারকর, রাঠি, বেলাহি, গির প্রভৃতি প্রজাতির গরু।
র্যাম্পটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যেখানে গরুদের সঙ্গে হাঁটতে পারবে তাদের মালিকরা। প্রত্যেক ক্যাটাগরির জন্য পুরস্কার আড়াই লক্ষ টাকা। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সবথেকে বেশি দুধ দিতে পারবে যে গরু, সেই প্রথম স্থান পাবে।
প্রসঙ্গত, সম্প্রতি হরিয়ানায় নিষিদ্ধ হয়েছে গোহত্যা।
অভিনব! র্যাম্পে এবার ষাঁড়-গরু!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 08:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -