আলওয়ার: রাজস্থানের আলওয়ারে এবার এক মুসলিম পরিবারের ৫১টি গরু জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। স্থানীয় পুলিশ গরুগুলি রেখেছে বিজেপি নেতা শ্রীকিষাণ গুপ্তর গোশালায়।


এই আলওয়ারেই বছরের শুরুতে গরু চুরির অভিযোগে পেহলু খান নামে ১ ব্যক্তিকে গোরক্ষকরা পিটিয়ে মারে। সেই এলাকার ঢিল ছোঁড়া দূরত্বে মেও গ্রামে ঘটেছে এই ঘটনা। অভিযোগকারীর নাম সুব্বা খান। তাঁর বক্তব্য, ৩ তারিখ গরুগুলিকে মাঠে চরার জন্য ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারপর আর তারা বাড়ি ফেরেনি। তাঁর অভিযোগ, গ্রামের মানুষই পুলিশের সাহায্যে গরুগুলিকে গোশালায় দিয়ে এসেছেন, তাঁদের বিশ্বাস, তিনি গরু পাচারে যুক্ত। আবার পুলিশের বক্তব্য, তারা নয়, গ্রামবাসীরাই এই ঘটনার পিছনে। কিন্তু ওই গোশালা স্থানীয় বিজেপি নেতার হওয়ায় সেখান থেকে গরুগুলি উদ্ধার করতে পারবে না তারা।

যদিও অভিযুক্ত বিজেপি নেতা শ্রীকিষাণ গুপ্তর দাবি, পুলিশের ওপর নিজের প্রভাব খাটাচ্ছেন না তিনি। যতক্ষণ না স্থানীয় পুলিশ বা মহকুমা শাসক নির্দেশ দিচ্ছেন, গরু তিনি ছাড়বেন না। সুব্বা খানের গরুদের শারীরিক অবস্থা খুব খারাপ, একটি ইতিমধ্যেই মারা গিয়েছে, আর একটির অবস্থা আশঙ্কাজনক।

গুপ্ত একইসঙ্গে দাবি করেছেন, প্রতিটি গরুর দেখভালের জন্য সুব্বা খানকে ৩ তারিখ থেকে হিসেব করে প্রতিদিন ২০০ টাকা করে দিতে হবে। তাঁর অভিযোগ, সুব্বা খান গরু পাচারকারী, তাঁর গোশালায় গরুগুলি জমা দিয়ে যাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে মেও পঞ্চায়েত জানিয়েছে, আলওয়ারের কালেক্টর ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দ্রুত গরু ছাড়ানোর দাবি করবে তারা। যাঁরা জোর করে গরু নিয়ে গিয়েছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর হবে।