কেরলে ভয়াবহ বন্যার সময় জার্মানি সফরে, দলীয় মন্ত্রীকে প্রকাশ্যে তিরস্কার করবে সিপিআই
Web Desk, ABP Ananda | 28 Aug 2018 08:50 PM (IST)
তিরুঅনন্তপুরম: কেরল যখন বন্যায় ভাসছে, সেসময় জার্মানি সফরে যাওয়ায় রাজ্যে তাদের সামনের সারির নেতা তথা রাজ্যের বনমন্ত্রী কে রাজুকে প্রকাশ্যে তিরস্কার করার সিদ্ধান্ত নিল সিপিআই। দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে এ ব্যাপারে প্রস্তাব পাশ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সিপিআই বলেছে, বন্যায় উদ্ভূত ভয়াবহ পরিস্থতিকে গুরুত্ব না দিয়ে জার্মানি সফরে যান রাজু। তাঁর এমন আচরণের নিন্দা করতে হবে। রাজু বিশ্ব মালয়ালি কাউন্সিল নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে যোগ দিতে ১৬ আগস্ট জার্মানি যান, ফেরেন ২০ আগস্ট। এজন্য বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা, এমনকী রাজুর নিজের পার্টিরই একাংশ ক্ষোভ প্রকাশ করে দাবি করে, রাজ্যের বিপর্যয়ের সময় বিদেশ সফরে থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।