তিরুঅনন্তপুরম: রাজ্যপাল বজুভাই ভালার ইস্তফা চাইলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বি এস ইয়েদুরাপ্পা কর্নাটক বিধানসভায় আস্থাভোটে নামার আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ায় ভালার বিজেপিকে সরকার গড়ার আমন্ত্রণ জানানোর পদক্ষেপ ভুল প্রমাণিত হওয়ার পরই ট্যুইট করে ইয়েচুরি বলেন, রাজ্যপালের ওই সিদ্ধান্ত ছিল অশুভ, ওনার সাংবিধানিক এক্তিয়ারের বাইরে। কর্নাটকের রাজ্যপালের বিন্দুমাত্র মানসম্মান বোধ অবশিষ্ট থাকলে ইস্তফা দেওয়া উচিত। সমান দোষী সেই কেন্দ্রীয় মন্ত্রীরাও যাঁরা বেঙ্গালুরু বসে দুর্নীতির ডিলে ইন্ধন দিয়েছেন, তাতে সাহায্য করেছেন। আস্থাভোটের মুখে ইয়েদুরাপ্পার পদত্যাগের খানিক বাদেই আরেকটি ট্যুইটে তিনি মন্তব্য করেন, বিজেপির দুর্নীতি, অপরাধের ছক পরাস্ত হয়েছে। কালো টাকা ও দুর্নীতিবাজ অপরাধীদের কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ মানুষের রায় অগ্রাহ্য করতে যেভাবে যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক রীতিনীতির অপব্যবহার করেছেন, তা দেশের মানুষ ভুলে যাবে না। কর্নাটকের বাইরেও এর রেশ ছড়াবে।