নয়াদিল্লি: বাংলাদেশে সাম্প্রতিকতম একের পর এক মৌলবাদী হামলা ঘটে চলায় উদ্বেগ প্রকাশ করল সিপিএম।
এদিন সিপিএম পলিটব্যুরো থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে যে ভাবে একের পর এক ধর্মনিরপেক্ষ, সংখ্যালঘু এবং বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে, তার থেকেই স্পষ্ট যে সেখানে মৌলবাদীদের কার্যকলাপ মাথা চাড়া দিয়ে উঠেছে।
সিপিএমের আশা, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করবে সেদেশের প্রশাসন। সিপিএমের তরফে বলা হয়েছে, দেশের মুক্তির জন্য ধর্মবর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বর্ণিত ইতিহাস রয়েছে বাংলাদেশী মানুষের। দলের আশা, ভবিষ্যতেও বাংলাদেশের বাসিন্দারা আরেকবার একই দৃষ্টান্ত স্থাপন করে দেশে হিংসা ও অশান্তি সৃষ্টিকারীদের সব চেষ্টা ব্যর্থ করতে সমর্থ হবেন।
শুক্রবার ঢাকার গুলশনে একটি কাফেতে হামলা চালিয়ে এক ভারতীয় সহ ২০ জন বিদেশীকে হত্যা করে জঙ্গিরা। পরে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে খতম হয় ৬ জঙ্গি। একজনকে জীবিত গ্রেফতার করা হয়।
বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধিতে উদ্বিগ্ন সিপিএম
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2016 11:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -