নয়াদিল্লি: হরিয়ানার বল্লভগড়ে মথুরাগামী ট্রেনে ছুরির ঘায়ে নিহত জুনেইদ খানের বাবা ও মা, জালালুদ্দিন ও সায়রা সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গত মাসে পর নয়াদিল্লিতে এলে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সিপিএমের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সায়রা তখন তাঁকে বলেছিলেন, জুনেইদের নামে মেয়েদের জন্য স্কুল খুলতে চান তাঁরা। আজ সিপিএমের কেরল শাখার তরফে এক প্রতিনিধিদল দুটি ৫ লক্ষ টাকার চেক জুনেইদের পরিবারের হাতে তুলে দিল। সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ জুনেইদের বাসভবনে যায়। সিপিএমের বিবৃতিতে জানানো হয়েছে, কেরল রাজ্য কমিটির তরফে আজ সহমর্মিতা প্রকাশ করে জুনেইদের অভিভাবকদের ৫ লক্ষ টাকার দুটি চেক দেওয়া হয়। ওঁদের যন্ত্রনার সময় পাশে থাকার বার্তা দিতেই প্রতীকী সহায়তা এটা। ২৩ জুন দিল্লি-মথুরা ট্রেনে কথাকাটাকাটির জেরে একদল লোক জুনেইদকে ছুরি মেরে হত্যা করে, তার দু ভাই জখম হন। বৃন্দা জুনেইদের মামলায় বিচারব্যবস্থাকে বানচাল করা হচ্ছে বলে অভিযোগ করে বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে ৪ জনকে এর মধ্যেই জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।