নয়াদিল্লি: ত্রিপুরা সিপিএমের মুখপত্র ‘ডেইলি দেশের কথা’-র রেজিস্ট্রেশন বাতিল হওয়া নিয়ে ক্ষোভ জানাল এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া। ভারতের সংবাদপত্র সংক্রান্ত রেজিস্ট্রার (আরএনআই) সিপিএম প্রকাশিত ওই সংবাদপত্রের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। সোমবার আরএনআই এক চিঠিতে জানায়, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক সন্দীপ মহাত্মের সিদ্ধান্তের ভিত্তিতে ‘ডেইলি দেশের কথা’-র প্রকাশ বন্ধ করা হচ্ছে। আগরতলা থেকে প্রকাশিত ওই সংবাদপত্রের রেজিস্ট্রেশন বাতিলের কারণ হিসাবে তারা ‘অনুমোদন ছাড়া মালিকানা বদল’-এর উল্লেখ করেছে। কিন্তু গিল্ড এক বিবৃতিতে আরএনআইয়ের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়ার সিদ্ধান্তের নিন্দা করে বলেছে, গিল্ডের মত হল, সম্পাদক, প্রকাশক, মুদ্রক সংক্রান্ত তথ্যের গরমিল রয়েছে, শুধুমাত্র এজন্য একটি প্রকাশনার রেজিস্ট্রেশন বাতিল করা কেবলমাত্র বাড়াবাড়িই নয়, এমন একটা দানবীয় পদক্ষেপ যা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করে। সিপিএমের ওই কাগজের মালিকানা সংক্রান্ত তথ্যে গরমিলের অভিযোগের ব্যাপারে তদন্ত চলা পর্যন্ত রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছে গিল্ড। রেজিস্ট্রেশন বাতিলের পদক্ষেপের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, খতিয়ে দেখতে সরকার পূর্ণাঙ্গ তদন্ত করাক, এও দাবি করেছে তারা।