ত্রিমুখী লড়াইয়ে জয়ী সিপিএম, কেরলের চেঙ্গান্নুর ধরে রাখল বামেরা
Web Desk, ABP Ananda | 31 May 2018 01:13 PM (IST)
চেঙ্গান্নুর (কেরল): কেরলের চেঙ্গান্নুরে ত্রিমুখী লড়াইয়ে বাম জোটের সিপিএম প্রার্থী সাজি চেরিয়ান নিকটবর্তী কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে ২০৯৫৬ ভোটে হারিয়ে জিতলেন। এই বিধানসভা কেন্দ্রটি সিপিএমেরই ছিল। গত জানুয়ারিতে অসুস্থতার জেরে সিপিএম বিধায়ক কে কে রামচন্দ্রন নায়ারের মৃত্যুতে খালি হওয়া কেন্দ্রে উপনির্বাচন হয়। সাজি পেয়েছেন ৬৭৩০৩ ভোট। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক প্রার্থী ডি বিজয়কুমার পেয়েছেন ৪৬৩৪৭টি ভোট। বিজেপি প্রার্থী পি এস শ্রীধরন পিল্লাইয়ের প্রাপ্ত ভোট ৩৫২৭০। সিপিএম কেরল রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন এই জয়কে পিনারাই বিজয়নের দু বছরের শাসনের সাফল্য অর্জন বলে মন্তব্য করার পাশাপাশি এও বলেন, মানুষ কংগ্রেসের 'নরম হিন্দুত্ব নীতি' খারিজ করেছে। যদিও কেরল বিধানসভার বিরোধী দলনেতা তথা ইউডিএফ চেয়ারম্যান রমেশ চেন্নিথালার দাবি, বাম জোট সাম্প্রদায়িক তাস খেলেছে, যার ফলশ্রুতিতেই তাদের এই জয়।