নয়াদিল্লি: কংগ্রেসের পর এবার বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে চেয়ে নোটিস দিল সিপিএম।
সোমবার, লোকসভায় সিপিএমের দলনেতা পি করুণাকরণ কক্ষের সচিবালয়ে এই নোটিস দিয়ে স্পিকার সুমিত্রা মহাজনকে আর্জি জানান, আগামীকালের আলোচ্য সূচিতে এই প্রস্তাব পেশের বিষয়টি যেন অন্তর্ভুক্ত করা হয়।
নোটিসে বলা হয়েছে, লোকসভার রুলস অফ প্রোসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস-এর সপ্তদশ অধ্যায়ের ১৯৮(বি) ধারা অনুযায়ী আগামী ২৭ মার্চ মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার নোটিস দেওয়া হচ্ছে। অনুগ্রহ করে এই মোশনকে আগামীকালের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করুন।
বাম সাংসদরা জানিয়েছেন, লোকসভায় এনডিএ সরকারের ওপর চাপ বজায় রাখতেই বিরোধীরা এই কৌশল নিয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার, লোকসভায় তৃতীয় বিরোধী দল হিসেবে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস।
তার আগে, অনাস্থা প্রস্তাব আনে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও ওয়াইএসআর কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের এই দুদলই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বিশেষ তকমা দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলেছে।