আগরতলা: নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত রাখার আর্জি খারিজ করে দেওয়ায় ত্রিপুরার চরিলাম কেন্দ্রে বিধানসভা নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিল সিপিআইএম। আজ ত্রিপুরার সিপিআইএম সম্পাদক বিজন ধর বলেছেন, ‘চরিলাম কেন্দ্রে বিজেপি ও আইপিএফটি হিংসার পরিবেশ তৈরি করেছে। সিপিআইএম প্রার্থী সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও বাড়ির বাইরে যেতে পারছেন না। নিরাপত্তা নিয়েও তিনি নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছেন না। এই অবস্থায় যে কোনও নির্বাচনই একতরফা হবে। ভোটগ্রহণ স্থগিত রাখার বিষয়ে আমাদের আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দেওয়ায় সর্বসম্মতভাবে আমরা নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ত্রিপুরার নির্বাচন কমিশনের আধিকারিক দেবাশিস মোদক অবশ্য জানিয়েছেন, চরিলামে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি। ফলে এখন আর সিপিআইএম প্রার্থী প্রত্যাহার করতে পারবে না। ইভিএম-এ সিপিআইএম-এর প্রতীক থাকবে। নির্ধারিত দিন-ক্ষণ মেনেই নির্বাচনী প্রক্রিয়া চলবে।
গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের এক সপ্তাহ আগে সিপিআইএম প্রার্থী রমেন্দ্রনারায়ণ দেববর্মার মৃত্যু হওয়ায় চরিলামে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। সোমবার সেখানে ভোটগ্রহণ করা হবে। নবনির্বাচিত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে পলাশ দেববর্মাকে প্রার্থী করেছিল সিপিআইএম। তবে এরপরেই বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি করার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়ার আর্জি জানায় সিপিআইএম। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। এরপরেই নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সিপিআইএম-এর।
ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল দেওধর সিপিআইএম-এর অভিযোগ অস্বীকার করে বলেছেন, সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি করার যে অভিযোগ করা হচ্ছে, সেটা ভিত্তিহীন।
ত্রিপুরায় চরিলাম কেন্দ্রে বিধানসভা নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার সিপিআইএম-এর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2018 09:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -