হিমাচলে জয়ী সিপিএমের রাকেশ সিংঘা
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2017 03:50 PM (IST)
নয়াদিল্লি: হিমাচল প্রদেশে পদ্মফুল, হাতের লড়াইয়ের মধ্যেই লাল পতাকা ওড়ালেন সিপিএমের রাকেশ সিংঘা। সিমলার থেওগ বিধানসভা আসনে জিতেছেন তিনি। পাহাড়ি রাজ্যে সিপিএমের সবচেয়ে চেনা মুখগুলির মধ্যে আছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার হিমাচল বিধানসভায় যাচ্ছেন রাকেশ। ১৯৯৩ সালে সিমলা কেন্দ্রে জয়ী হন তিনি। ২০১২-র বিধানসভা নির্বাচনে প্রায় ১০০০০ ভোট পান।
রাকেশের এবারের সাফল্যে উচ্ছ্বসিত সিপিএম পলিটব্যুরো বিবৃতি দিয়ে বলেছে, দুটি বড় দলের মধ্যে ভোটারদের স্পষ্ট বিভাজন হয়েছে। কিন্তু তার মধ্যেই রাকেশের জয় অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ। থেওগের বাসিন্দারা নিজেদের অধিকার রক্ষায় ও হিমাচল বিধানসভায় তাঁদের স্বার্থ, সমস্যার কথা বলার জন্য সিপিএমের ওপর ভরসা রেখেছেন। এই জয় তারই পরিচয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -