বিবৃতিতে বলা হয়েছে, সিপিএম কেন্দ্রীয় কমিটি নয়াদিল্লিতে চলতি বৈঠকে চরম শৃঙ্খলাভঙ্গের দায়ে কমিটির সদস্য জগমতী সাঙ্গওয়ানকে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে জগমতীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, তিনি নিজে বৈঠকেই পার্টি ও তার সব পদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। জগমতী বলেন, আমি বলেছি, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার সিদ্ধান্তটি ভুল। এতে পার্টির রাজনৈতিক-কৌশলগত লাইন লঙ্ঘন করা হয়েছে। তিনি এও বলেন, রাজনৈতিক-কৌশলগত লাইন ও গণতান্ত্রিক কেন্দ্রিকতাই একটি কমিউনিস্ট পার্টির প্রাণ, যা যে কোনও মূল্যে বাঁচিয়ে রাখতে হয়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কমিটিতে রিভিউ রিপোর্ট পেশ করা হয়। তবে মূলত আলোচনা হয় পশ্চিমবঙ্গের ভরাডুবি নিয়েই। সেখানেই কংগ্রেসের সঙ্গে সখ্য গড়ার লাইনকে তুলোধনা করেন অনেকে।