শ্রীনগর: ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ায় উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার দুটি ক্রিকেট টিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৪ ক্রিকেটারকে।
ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত চলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, দুই দল থেলার আগে পিচের ওপর দাঁড়িয়ে রয়েছে, বাজছে পাক সার জমিন সাদ বাদ। পৌনে দুই মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক দলের খেলোয়াড়দের গায়ে পাকিস্তান ক্রিকেট টিমের সবুজ জার্সি। অন্য দল পরে রয়েছে সাদা জার্সি।
ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে পুলিশ কেস দায়ের করে ম্যাচে অংশ নেওয়া ৪ ক্রিকেটারকে গ্রেফতার করে। বান্দিপোরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, ম্যাচটি হয়েছে দিনকয়েক আগে আরিন এলাকায়। স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টের ওটিই ছিল ফাইনাল ম্যাচ। তবে উদ্যোক্তাদের দাবি, ম্যাচটিকে আন্তর্জাতিক চেহারা দেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা, তাই ভারত-পাকিস্তান দু'দেশের জাতীয় সঙ্গীতই গাওয়া হয়েছিল।
কাশ্মীর উপত্যকায় অবশ্য ক্রিকেট ম্যাচে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া নতুন কিছু নয়। গত বছরও এই কারণে পুলিশ গান্ডেরবাল জেলা থেকে বেশ কয়েকজন স্থানীয় ক্রিকেটারকে গ্রেফতার করে।
ম্যাচের আগে গাওয়া হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত, গ্রেফতার কাশ্মীরের ৪ ক্রিকেটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2018 10:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -