মুম্বই: সকালবেলা মুম্বইয়ের আন্ধেরি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি নিয়ে প্রচণ্ড গতিতে ঢুকে পড়লেন রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটার হরমিত সিংহ। কোনও দুর্ঘটনা না ঘটলেও, রেলস্টেশনের মধ্যে এভাবে একটি গাড়ি ঢুকে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়িটি আটক করেছেন রেলের নিরাপত্তারক্ষীরা। হরমিতকে জেরা করা হচ্ছে।
রেলের নিরাপত্তারক্ষীরা বলেছেন, সকাল ৭.২০ মিনিটে গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়েন হরমিত। তিনি দাবি করেছেন, স্টেশনের পাশেই সমান্তরাল একটি রাস্তা থাকায় পথ ভুল করে স্টেশনে ঢুকে পড়েন। তবে রেলের আইনভঙ্গ করায় এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
গাড়ি নিয়ে আন্ধেরি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে আটক ক্রিকেটার
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 12:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -