কাইফ টুইট করেছেন, কোন যুগে রয়েছি আমরা? কেউ নিজের পছন্দের মানুষকে ভালবাসতে, বিয়ে করতে পারবে না। এই সবই ঘটছে দিল্লির মত আধুনিক শহরে। খুনিদের ধিক্কার, ন্যায় বিচার হোক, আরও গুরুত্বপূর্ণ, মানসিকতায় বদল আসুক। পিসফুলের পি-ও রইল না।
[embed]https://twitter.com/MohammadKaif/status/959985509157294081?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fcricketer-mohammad-kaif-reacts-on-ankits-murder-785202[/embed]
বেশিরভাগ মানুষই সমর্থন করেছেন কাইফের এই টুইট। তাঁরা বলেছেন, পরিবারের সম্মানরক্ষার্থে হত্যা নয়, ভিন ধর্মের মেয়ের সঙ্গে প্রেমের জন্য খুন হতে হয়েছে অঙ্কিতকে। আবার অনেকে বলেছেন, সবাই কাইফের মত করে ভাবলে সব কিছু কেমন বদলে যেত।
[embed]https://twitter.com/AbidiAsfaq/status/959989787238305792?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fcricketer-mohammad-kaif-reacts-on-ankits-murder-785202[/embed]
[embed]https://twitter.com/rishi011278/status/959986970800861184?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fcricketer-mohammad-kaif-reacts-on-ankits-murder-785202[/embed]
আবার সমালোচনাও এসেছে। একজনের বক্তব্য, অঙ্কিত বজরং দলের সমর্থক ছিলেন, ওই দলের কাজই হল ভিন ধর্মের মেয়েদের বিয়ে করা। আবার একজনের প্রশ্ন, দাদরির সময় কাইফ নীরব ছিলেন কেন।
[embed]https://twitter.com/itsIAR18/status/960025838254264322[/embed]
[embed]https://twitter.com/IAmHarisMIM/status/960048489244672000[/embed]