লখনউ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে শাসক দল সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ক্রিকেটার প্রবীণ কুমার। আজ মুখ্যমন্ত্রী তথা সপা সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁর দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন প্রবীণ।
মেরঠের বাসিন্দা প্রবীণ ভারতের হয়ে ৬টি টেস্ট এবং ২৭টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১১৪। তবে সাড়ে চার বছর দেশের হয়ে খেলেননি প্রবীণ। যদিও উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি এবং গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল খেলছেন প্রবীণ। কিন্তু তিনি এবার রাজনীতির ময়দানে নিজের প্রতিভা দেখাতে চাইছেন।
আজ অখিলেশের সঙ্গে দেখা করার পর প্রবীণ বলেছেন, ‘দলের জন্য যা করা সম্ভব সেটাই আমি করব। আমি এই ময়দানে নতুন। রাজনীতি শেখার চেষ্টা করব।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে প্রবীণ বলেছেন, লখনউ ও সৈফি-এ বড় স্টেডিয়াম তৈরির কাজ চলছে। খেলোয়াড়দের জন্য অনেক কিছু করেছেন অখিলেশ। তাঁর আমলে রাজ্যে খেলার উন্নতি হয়েছে।
সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ক্রিকেটার প্রবীণ কুমার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2016 09:03 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -