মুম্বই: অতিমারী আইন উপেক্ষার অভিযোগে মামলা সুরেশ রায়নার বিরুদ্ধে। একই অভিযোগ হৃতিক-পত্নী সুজান খান, গায়ক বাদশার বিরুদ্ধে
অভিযুক্ত পপ সিঙ্গার গুরু রণধাওয়া। সবার বিরুদ্ধে ক্লাবে পার্টি করার অভিযোগ।


গতকাল রাতে আন্ধেরির জনপ্রিয় ড্রাগনফ্লাই ক্লাবে হানা দেয় মুম্বই পুলিশ। অভিযোগ, রাত্রিকালীন কারফিউ চলাকালীন তা উপেক্ষা করে ভিতকরে উদ্দাম পার্টি চলছিল।

সূত্রের খবর, ক্লাব থেকে মোট ২৭ জন আগত ও ৭ কর্মচারীকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৮৮ ধারা ও অতিমারী আইনের ও ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে খবর, রায়না ও পপ সিঙ্গার গুরু রণধাওয়াকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে অতিমারী আইন অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

যদিও, তাঁদের জামিন দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ওই সময় উপস্থিত ছিলেন বলিউড তারকা হৃতিক রোশনের স্ত্রী সুজান খান এবং ক্রিকেটার সুরেশ রায়না। এছাড়া, ছিলেন গায়ক বাদশা। যদিও, পুলিশের দাবি, পিছনের দরজা দিয়ে পালিয়ে যান বাদশা।

বিস্তারিত একটু পরেই....