মুম্বই: প্রত্যুষার আত্মহত্যার তদন্ত করুক মুম্বই পুলিশের অপরাধদমন শাখা, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে এই মর্মেই চিঠি লিখে পাঠালেন তাঁর মা-বাবা। সরকার জানিয়েছে, এই তদন্তের ভার মুম্বই পুলিশের অপরাধদমন শাখার হাতে দেওয়া যেতেই পারে।


রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাতিল জানিয়েছেন, পুলিশেরই দায়িত্ব এই মামলার নিষ্পত্তি করা।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল মুম্বইয়ের গোরেগাঁও-এ নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বালিকা বধূ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা জনপ্রিয় বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের দেহ। আন্ধেরির হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিসতকরা। ঘটনায় নাম জড়ায় তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে।

প্রত্যুষার মা সোমা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠির মাধ্যমে আবেদন জানান, এই তদন্তের ভার যেন মুম্বই অপরাধদমন শাখার পুলিশ নেয়। মেয়ের মৃত্যুর জন্য একমাত্র দায়ী রাহুল। তিনি অভিযোগ করেন, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও ঠিকমতো তদন্ত করছে না বাঙ্গুর নগর থানা, যেখানে অভিযোগ দায়ের করা হয়েছিল। তিনি আরও বলেন, রাহুল শুধু আমার মেয়ের সঙ্গে প্রতারণাই করেননি, তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। বহু নিষ্পাপ মেয়ের থেকে লাখ লাখ টাকা নিয়ে তাঁদের ঠকিয়েছে রাহুল, দাবি প্রত্যুষার মায়ের।

তিনি আরও বলেন, রাহুল তাঁদের এবং অন্যান্য সাক্ষীদের হুমকি দিয়ে বলেছে, এই ঘটনাটিকে যেন অবসাদজনিত কারণে আত্মহত্যার ঘটনা বলেই দেখানো হয়।

পাতিল জানিয়েছেন, এই মামলার তদন্তভার অপরাধ দমন শাখার হাতে দেওয়া হবে কি না, সেব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তাঁরা পুলিশকে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত করতে। তিনি আরও বলেন, নিজে তিনি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রত্যুষার পরিবার এই তদন্তের গতিতে সন্তুষ্ট নয়। এ ব্যাপারে যত দ্রুততার সঙ্গে কাজ করা যায়, তার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, সত্য সামনে আসতে প্রয়োজনে তদন্তভার তুলে দেওয়া হতে পারে অপরাধদমন শাখার হাতে।