নয়াদিল্লি: জেএনইউয়ের ছাত্র নজিব আহমেদের নিখোঁজ রহস্যের তদন্ত করবে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। গত ১৫ অক্টোবর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না নজিবের। অপরাধ দমন শাখা তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি ‘নতুন করে খতিয়ে দেখবে’। গতকালই এ ব্যাপারে নতুন নির্দেশ এসেছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (সাউথইস্ট) আর পি উপাধ্যায়।
আরেক পুলিশকর্তা বলেছেন, কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন নজিবের মা। নিখোঁজ মামলার ভিন্ন দিক খুঁজে বের করা ও যাবতীয় তথ্যপ্রমাণ নতুন করে পর্যালোচনার জন্য তদন্ত ভার গতকাল ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যদের সঙ্গে বিবাদ, হাতাহাতির পর থেকে নজিব নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ।
রাজনাথ সিংহের নির্দেশ পেয়ে দিল্লির পুলিশ কমিশনার অলোক কুমার ভার্মা গত মাসে যে বিশেষ তদন্ত দল (সিট) গঠন করেন, তারা ব্যবস্থা নেওয়ার মতো কোনও সূত্র পায়নি। সিট-কে দেশের শীর্ষ মানসিক চিকিত্সা কেন্দ্রের জনৈক ডাক্তার জানিয়েছেন, নজিব অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) সমস্যায় ভুগছিলেন। তার ভিত্তিতে সিট নজিবের ব্যক্তিত্বের পুনর্নির্মাণ করছিল। তাদের তদন্তে নজিবের মানসিক গঠনের বিষয়টি গুরুত্ব পায়। এ ব্যাপারে তদন্তের ক্ষেত্রে প্ল্যান ছকে ফেলতে এইমস বা আরএমএলের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার কথা ভাবছিল সিট।
নিখোঁজ জেএনইউ পড়ুয়া, তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2016 04:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -