নয়াদিল্লি:  আলোয়ারকাণ্ডে ২৪ ঘণ্টা আগেই সংসদে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি দাবি করেন গোরক্ষকদের মারে রাজস্থানে কোনও হত্যার ঘটনাই ঘটেনি। এরপরই আজ নকভির এই মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। সংসদকে ভুল কথা বলে বিভ্রান্ত করার জন্যে নকভির থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে কংগ্রেস।

গতকাল সংসদে কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রী অভিযোগ করেন, গোরক্ষকরা আলোয়ারে ট্রাক থামিয়ে একজনকে খুন করেছে, মারধর করেছে বেশ কয়েকজনকে। জবাবে নকভি বলেন, এমন কোনও হত্যার ঘটনা রাজস্থানে ঘটেইনি।

এরপর কড়া সমালোচনার মুখে ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টি খেয়ে নকভি দাবি করেন, তিনি বলতে চেয়েছিলেন গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে এমন কোনও ঘটনা ঘটেনি। তবে রাজস্থানের আলোয়ারে অবশ্যই হত্যার ঘটনা ঘটেছিল, এবং এই ধরনের ঘটনাকে তাঁরা কখনওই সমর্থন করেন না। তিনি আরও বলেন অপরাধীদের কোনও ধর্ম হয় না। তারা হিন্দুও হয় না, মুসলিমও হয় না। আইন তাদের শাস্তি দেবে। এই ঘটনায় ছজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এই ঘটনায় আপাতত কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে রাজস্থান সরকার। সোমবার এবিষয়ে সংসদে বক্তব্য পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।