বাথরুমে ঘাপটি মেরে কুমীর, উদ্ধারের পর ছাড়া হল নদীতে
Web Desk, ABP Ananda | 17 Oct 2016 06:46 PM (IST)
ভদোদরা: বাথরুমে মাকড়সা, আরশোলা বা অন্যান্য পোকা-মাকড় তো হামেশাই দেখতে পাওয়া যায়, কিন্তু শৌচকর্ম করতে গিয়ে যদি দেখেন বাথরুমে রয়েছে আস্ত এক কুমীর... কী অবস্থা হবে আপনার? এরকমই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে একাদশ শ্রেণির পড়ুয়া নিধি পটেলকে। রাত্রিবেলা বাথরুমে গিয়েছিল প্রতাপগড় এলাকার দাভই রোডের বাসিন্দা নিধি। দরজা খুলতেই যা চোখে পড়ে তাতে আঁতকে ওঠে সে। দেখে, বাথরুমের মধ্যেই রয়েছে আস্ত একটা কুমীর। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠাণ্ডা স্রোত। বিমূঢ়ভাব কাটিয়ে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে নিধি। বাইরে থেকে বন্ধ করে দেয় বাথরুমের দরজা। বাড়ির দরজাও বন্ধ করে দেয় সে। অ্যালার্ম বাজায় নিধি। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক যুবক। তিনি দমকলে খবর দেন। ভদোদরা রেঞ্জ ফরেস্ট অফিসার জি চৌহান জানিয়েছেন, দমকল বাহিনী এবং বনবিভাগের কর্মীরা এসে কুমীরটিকে বের করে নিয়ে যায়। বিশ্বামিত্র নদীতে ছেড়ে দেওয়া হয়েছে সেটিকে। সমাজকর্মী রাকেশ ভাদওয়ানা, যিনি ওই উদ্ধারকাজের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি জানিয়েছেন, নর্দমা দিয়েই সেখানে ঢোকে কুমীরটি। প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগেও ওই এলাকার কলোনী এলাকা থেকে উদ্ধার হয়েছে কুমীর। জানা গিয়েছে, ওই নদীতে এখন প্রায় ২০০ টি কুমীর রয়েছে।