নয়াদিল্লি: গত সপ্তাহেই সম্প্রসারণ হয়েছে নরেন্দ্র মোদী সরকারের। তারপর বর্তমান এনডিএ মন্ত্রিসভায় মোট কোটিপতির সংখ্যা বেড়ে হয়েছে ৭২। কোটি টাকার নীচে সম্পত্তি, এমন মন্ত্রী ৬ জন। আর যাঁদের নামে ফৌজদারি মামলা ঘোষিত, এমন মন্ত্রীর সংখ্যা সাতজন বেড়ে হয়েছে ২৪।


 

গত সপ্তাহের সম্প্রসারণে  ৫ জনকে বাদ দিয়ে ১৯ জনকে সামিল করেছেন মোদী।  নতুন সদস্যদের সম্পর্কে নানা তথ্য বিশ্লেষণ করে দিল্লির গবেষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) জানিয়েছে, নতুন ঢোকা মন্ত্রীদের সম্পত্তির গড় আর্থিক মূল্য ৮.৭৩ কোটি টাকা। সেখানে সব মন্ত্রীর মিলিত সম্পত্তির গড় অর্থমূল্য ১২.৯৪ কোটি টাকা।

 

নতুন মন্ত্রীদের মধ্যে  সম্পত্তির অর্থমূল্যে সবার ওপরে আছেন মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ এম জে আকবর। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৪৪ কোটি ৯০ লক্ষ। তারপর রয়েছেন যথাক্রমে পি পি চৌধুরি (৩৫ কোটি ৩৫ লক্ষ টাকা) ও বিজয় গোয়েল (২৯ কোটি ৯৭ লক্ষ টাকা)। দুজনেই রাজস্থান থেকে রাজ্যসভা সদস্য হয়েছেন। ১ কোটি টাকার ওপর সম্পত্তি আছে, এমন নতুন মন্ত্রীরা হলেন রমেশ জিগাজিনাগি, পুরুষোত্তম খোদাভাই রূপালা, অনুপ্রিয়া সিংহ পটেল, মহেন্দ্র নাথ, ফগ্গন সিংহ কুলস্তে, রাজেন গোঁহাই। এসএস অহলুওয়ালিয়া, অর্জুন রাম মেঘাওয়াল, সি আর চৌধুরি, মনসুখভাই লক্ষ্মণভাই মান্ডভ্য, কৃষ্ণ রাজ।

মন্ত্রিসভার নতুন মুখ-দের মধ্যে সবচেয়ে কম সম্পত্তির মালিক অনিল মাধব দাভে। মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত এই রাজ্যসভা সদস্যের সম্পত্তির পরিমাণ ৬০ লক্ষ ৯৭ হাজার টাকা।

বর্তমান সরকারে মহিলা মন্ত্রীর সংখ্যা ৯।

৭৮ মন্ত্রীর মধ্যে ১৪ জন তাঁদের শিক্ষাগত যোগ্যতা ১২ ক্লাস  বা তার কম বলে জানিয়েছেন। ৬৩ জন স্নাতক বা তার বেশি ডিগ্রির অধিকারী।