ভোপাল: করোনা আবহেই জৈন সাধুকে স্বাগত জানাতে বিশাল জমায়েত মধ্যপ্রদেশের সাগর জেলায়। লকডাউনের নিয়ম ভাঙায় পুলিশের হাতে গ্রেফতার ১৫৫ জন।


পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বান্দা পুলিশ স্টেশনে ৫ জন চিহ্নিত ও ৫ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। দেশে অতিমারীর পরিস্থিতিতে নিয়ম ভেঙে জৈন সাধুকে স্বাগত জানানোর জন্য জমায়েতের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯ ও ২৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ওই ৫ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। বাকি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গতিবিধি দেখার জন্যেও পরীক্ষা করা হবে ভিডিও ফুটেজ।

গত মঙ্গলবার ভোপাল শহর থেকে ২০০ কিমি দূরে সাগর জেলার বান্দা শহরে এক  জৈন সাধুকে স্বাগত জানাতে জড়ো হয় বেশ কিছু মানুষ। ওই দিগম্বর জৈন সাধু প্রমাণসাগর মহারাজ নামে পরিচিত। কোনওরকম সামাজিক দূরত্ব না মেনে ওই সাধুকে ঘিরে জমায়েতে ভিডিও বুধবার সামনে আসে। সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে ১৫৫ জনকে গ্রেফতার করে বান্দা পুলিশ। ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

বর্তমানে মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪২৬ জন।