বারাণসী: প্রবল জনসমুদ্রের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নরেন্দ্র মোদীর রোড শো।
শেষ দফার ভোটগ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচারে এদিন বারাণসীতে ‘শক্তি প্রদর্শন’ করেন প্রধানমন্ত্রী। প্রায় ২ ঘণ্টা দেরিতে শুরু হয় মোদীর রোড শো।
এদিন হেলিকপ্টারে করে ববটপুত বিমানবন্দরে পৌঁছন মোদী। সেখান থেকে শুরু হয় তাঁর যাত্রা। এক এক করে পাণ্ডেপুর চৌরাহা, হুকুলগঞ্জ, চৌকাঘাট এবং তেলিয়াবাগ হয়ে মোদীর রোড শো পৌঁছয় কাশী বিদ্যাপীঠে। সেখানে একটি জনসভাও করেন তিনি।
গোটা রাস্তায় মোদী-ভক্তরা স্লোগান তোলেন, ‘হর হর মোদী, ঘর ঘর মোদী।’ প্রসঙ্গত গতকালও একইভাবে বারাণসীতে রোড শো করেছিলেন মোদী।
বিরোধীদের কটাক্ষ, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, এটা বুঝতে পেরেই মোদী এখন পরপর দুদিন রোড শো করছেন। যদিও তাতেও কোনও লাভের লাভ কিছুই হবে না।
এদিকে, মোদীর রোড শো নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। গতকালের রোড শো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে কংগ্রেস। এদিনেরটা নিয়ে অভিযোগ জানায় বিএসপি।
তাদের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মোদী বারাণসীতে রোড শো করছেন। এপ্রসঙ্গে, জেলাশাসকের জবাব তলব করেছে কমিশন। যদিও, বিজেপির সাফাই, গতকালের রোড শো কখনই সরকারি ছিল না। তারা জানিয়েছে, মোদী কেবল কাশী বিশ্বনাথ মন্দির ও কালভৈরব মন্দিরে যাচ্ছিলেন। জনতা শুধু তাঁর সঙ্গে দেন।