জলন্ধর: জম্মু কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ-এর একটি ছাউনিতে হামলা চালাতে গিয়ে নিহত হল এক জঙ্গি। তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে।

 

জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দানিশ রানা জানিয়েছেন, উধমপুর জেলার কুদ অঞ্চলে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি সরকারি বাসে চড়ে যাচ্ছিল একাধিক জঙ্গি। সিআরপিএফ ও পুলিশের যৌথ দল ওই বাসটি থামিয়ে তল্লাশি চালাচ্ছিল। সেই সময়ই অন্তত দু জন জঙ্গি ওই সেনা ছাউনিতে হামলা চালায়। তবে এই হামলায় সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।