নয়াদিল্লি: ট্রাফিক সিগন্যাল ভেঙে রুদ্ধশ্বাস গতিতে ধেয়ে আসা বেপরোয়া মার্সিডিজের ধাক্কায় মারা গেলেন এক সিআরপিএফ কনস্টেবল। আহত আরও ২ কনস্টেবল। ঘটনাটি মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটে দিল্লির গ্রেটার কৈলাশে। পুলিশ জানিয়েছে, সিরি ফোর্ট অঞ্চলের দিক দিয়ে রুদ্ধশ্বাস গতিতে মার্সিডিজ গাড়ি চালিয়ে আসছিলেন বছর ১৯-এর ছাত্র সান্নিধ্য গর্গ। অন্যদিকে, ওয়াগন আর গাড়িটি মুলচাঁদের দিক থেকে যাচ্ছিল চিরাগের দিকে। গাড়ি চালাচ্ছিলেন বিনোদ কুমার নামে এক সিআরপিএফ কনস্টেবল। গাড়িতে ছিলেন নরেন্দ্র ও বাবুলাল যাদব নামে আরও ২ কনস্টেবল। অভিযোগ, অর্চনা ক্রসিংয়ের কাছে সিগন্যাল ভেঙে মার্সিডিজটি একটি ওয়াগন আর গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই মারা যান ২৪ বছরের নরেন্দ্র। অন্যদিকে, বিনোদ ও বাবুলালকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বিনোদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সান্নিধ্যকে গ্রেফতার করে। জানা গিয়েছে, লন্ডনে বাণিজ্য নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করছেন সান্নিধ্য। বর্তমানে ছুটি কাটাতে ভারতে এসেছেন। নয়ডায় তাঁর বাবার লোহার ব্যবসা রয়েছে। মেডিক্যাল পরীক্ষায় কারও শরীরে অ্যালকোহলের অস্তিত্ব মেলেনি।
চালকের আসনে ১৯ বছরের ছাত্র, দিল্লিতে বেপরোয়া মার্সিডিজের ধাক্কায় নিহত সিআরপিএফ কনস্টেবল
Web Desk, ABP Ananda | 19 Jul 2019 05:24 PM (IST)